নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের থেকে অবসরের আনুষ্ঠানিকতা সেরে দুই দিনের মাথায় আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে ফিরছেন অধ্যাপক সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
এর আগে, গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগপত্র গৃহীত হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা অবস্থায় গত নভেম্বর মাসে সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সরকারি চাকরির মেয়াদ গত মঙ্গলবার শেষ হয়। অবসরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এক মাস আগে ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দেন, যা গত মঙ্গলবার গ্রহণ করা হয়। অবসর গ্রহণের পর সরকার তাকে পুনরায় একই পদে নিয়োগ দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















