বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমায় যখন একটা প্রজন্ম ক্রমশই ম্লান হয়ে পড়ছিল তখন বেশ ক’জন নতুন মুখ হাজির হন। তাদের উপস্থিতি ঢালিউডে কমিয়েছে নায়িকা সংকট, গ্ল্যামার ও মেধায় হয়েছে সমৃদ্ধ। তাদের একজন পরীমনি। পথচলার শুরু থেকেই অপরুপ সৌন্দর্য আর মুগ্ধতা ছড়ানো হাসিতে সবার নজড় কাড়েন তিনি। কোনো সিনেমা মুক্তির আগেই এক ডজনেরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রেকর্ডও করেন তিনি।
দেখতে দেখতে এক দশক ছুঁতে চলেছে তার ক্যারিয়ার। এই দীর্ঘ পথচলায় পরীমনি উপহার দিয়েছেন আলোচিত বেশ কিছু সিনেমা। দেশের গন্ডি পেরিয়ে তিনি সুনাম অর্জন করেছেন ওপার বাংলাতেও। সেখানে কাজও করছেন তিনি। নানা চড়াই উতরাইয়ের পেরিয়ে কোটি দর্শকের মন জয় করে তিনি এগিয়ে চলেছেন দুই সন্তান ও অভিনয়ের ক্যারিয়ার নিয়ে।
সোশ্যাল মিডিয়াতে পরীমনির ভক্তের সংখ্যা উল্লেখ করার মতো। সম্প্রতি ফেসবুকে ১৬ মিলিয়ন অনুসরণকারী হয়েছে তার। যা কিনা বাংলাদেশের অন্য তারকাদের তুলনায় তাকে এগিয়ে দিয়েছে। এতদিন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের এই পরিমাণ অনুসারী ছিল। নায়িকা তাকেও ছাপিয়ে গেলেন।
তাই নিজের এবারের জন্মদিনটা তিনি ভালোবাসা ছড়ালেন সেইসব অনুরাগীদের জন্য। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘১৬ মিলিয়ন’ লেখা কেক কাটলেন পরী। সঙ্গে তার পুত্র রাজ্য ও কন্যা প্রিয়ম। ২৪ অক্টোবর পরীর জন্মদিন। এবার অবশ্য অন্যান্যবারের মতো আয়োজনের জৌলুস ছিল না। উপস্থিত ছিলেন না খুব বেশি মানুষও। বলা চলে দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আবহেই কেটেছেন কেক। তবে তার এই আয়োজনে মিশেছিল ১ কোটি ৬০ লাখেরও বেশি ভক্ত-অনুরাগীর ভালোবাসা।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ১৬ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ থেকে লাইভে আসেন এই নায়িকা।
ভক্তদেরকে নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।
এসময় পরীমণি বলেন, নানু ভাই আমার জীবনের সবকিছু। প্রতি বছর তাকে নিয়েই কেক কাটতাম। তাকে হারানোর পর বড় আয়োজনে কেক কাটছি না। তাকে ছাড়া মন স্থির করতে পারি না। গতবারের মতো এবারো কেক কাটতে চাইনি। কিন্তু কিছু ভালোবাসার মানুষদের জন্য না চাইলেও কেক কাটতে হয়েছে। সীমিত পরিসরে কাছের মানুষদের নিয়ে কেক কেটেছি। বিগত দিনে সহকর্মীদের নিয়ে ঘটা করে কাটা হতো। তবে দুই বছর ধরে তা হচ্ছে না।
জন্মদিন উপলক্ষে পরীমণি চেয়েছিলেন যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে দূরে গিয়ে নিজের মতো করে একটি দিন কাটাবেন। তবে তা আর হয়নি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তিনি। তা ছাড়া মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজের প্রচারণা ঘিরেও রয়েছে ব্যস্ততা। সবকিছু মিলিয়ে এবারের জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটছে পরীমণির।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।
খুব শিগগির ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ আগামী মাসে মুক্তি পাবে। মুক্তির মিছিলে রয়েছে ‘ডোডোর গল্প’ সিনেমা। এটি পরিচালনা করেছেন রেজা ঘটক।