Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন সিকান্দার রাজা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

ওই ম্যাচে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন রাজা। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে আগ্রাসী আচরণে শাস্তি পেলেন তিনি। আইসিসি শুধু তাকে নয়, আইরিশ তারকা কুর্টিস ক্যাম্ফার ও জশ লিটলকেও শাস্তি দিয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানায় আইসিসি। সেখানে বলা হয়, রাজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে জুটেছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় পরের দুটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। ক্যাম্ফার ও লিটলকে ১৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো, যা ২৪ মাসে তাদের প্রথম।

আইসিসি ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের শাস্তি ক্যাম্ফার ও লিটল মেনে নিয়েছেন। তবে দোষ স্বীকার করলেও শাস্তিতে আপত্তি জানান রাজা। শুক্রবার এনিয়ে শুনানির পর তা চূড়ান্ত করা হয়।

ঘটনা ১৪তম ওভারের। রান নিতে গিয়ে লিটলের সঙ্গে ধাক্কা লাগলে আক্রমণাত্মক হয়ে ওঠেন রাজা। ব্যাট দিয়ে মারার ইঙ্গিত করেন, ক্যাম্ফার তাতে জড়িয়ে পড়েন। আম্পায়ার জিম্বাবুয়ান অধিনায়ককে শান্ত হতে বললেও তা আমলে নেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন সিকান্দার রাজা

প্রকাশের সময় : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

ওই ম্যাচে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জিম্বাবুয়ে। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন রাজা। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে আগ্রাসী আচরণে শাস্তি পেলেন তিনি। আইসিসি শুধু তাকে নয়, আইরিশ তারকা কুর্টিস ক্যাম্ফার ও জশ লিটলকেও শাস্তি দিয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানায় আইসিসি। সেখানে বলা হয়, রাজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে জুটেছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় পরের দুটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। ক্যাম্ফার ও লিটলকে ১৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো, যা ২৪ মাসে তাদের প্রথম।

আইসিসি ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের শাস্তি ক্যাম্ফার ও লিটল মেনে নিয়েছেন। তবে দোষ স্বীকার করলেও শাস্তিতে আপত্তি জানান রাজা। শুক্রবার এনিয়ে শুনানির পর তা চূড়ান্ত করা হয়।

ঘটনা ১৪তম ওভারের। রান নিতে গিয়ে লিটলের সঙ্গে ধাক্কা লাগলে আক্রমণাত্মক হয়ে ওঠেন রাজা। ব্যাট দিয়ে মারার ইঙ্গিত করেন, ক্যাম্ফার তাতে জড়িয়ে পড়েন। আম্পায়ার জিম্বাবুয়ান অধিনায়ককে শান্ত হতে বললেও তা আমলে নেননি।