Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে নিহতদের স্বজনদের শোকের মাতম চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশের সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে নিহতদের স্বজনদের শোকের মাতম চলছে।