Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : 

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টায় ঈশ্বরদী পৌর শহরের রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মঈন উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের ভাই রূপসী বাংলা ক্লিনিকের মালিক শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান রুবেল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মানিকগঞ্জে জরাজীর্ণ বেইলি ব্রিজে দুর্ঘটনার শঙ্কা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

প্রকাশের সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : 

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টায় ঈশ্বরদী পৌর শহরের রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মঈন উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের ভাই রূপসী বাংলা ক্লিনিকের মালিক শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান রুবেল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।