নিজস্ব প্রতিবেদক :
নাশকতা প্রতিরোধে দুটি ট্রেনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র্যাব-৩। এসময় কর্ণফুলী ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করা হয়।
সম্প্রতি রেললাইনে নাশকতা ও ট্রেনে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক বেড়েছে। তবে জনমনে স্বস্তি ফেরাতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই অংশ হিসেবে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুরে দুটি ট্রেনে আসা যাত্রীদের তল্লাশি করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর সিও আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, আজ সকালে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে জামালপুর ও কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীদের মাঝে তল্লাশি অভিযান চালিয়েছি। এই দুই ট্রেনে এসে যারা ঢাকায় নেমেছেন তাদের সকলকে তল্লাশি করা হয়েছে। এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-৩ জানায়, দুটি ট্রেনের সকল যাত্রীর ব্যাগ ও তল্পিতল্পা তল্লাশি করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে যাত্রীদের ব্যাগ তল্লাশি চলে। এসময় নারী র্যাব সদস্যরাও ছিলেন। যাত্রীরাও সহযোগিতা করেছেন। এসময় র্যাবের সদস্যরা তল্লাশি অভিযানের পাশেই দাঁড়িয়েছিলেন। এছাড়াও যাত্রীদের নানা বিষয়ে সচেতন করা হয়।