Dhaka বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই চেয়ারম্যানের সমর্থকদের দফায়-দফায় সংঘর্ষ: আহত ১৫

ভাঙচুরকৃত এক বাড়ি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক দুই ইউপি চেয়াম্যানের সমর্থকদের মধ্যে শেখর ও দূর্গাপুর গ্রামে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার (৫ ডিসেম্বর) ও রবিবার (৬ ডিসেম্বর) এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময় উভয়পক্ষের ২৫-৩০টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মধুখালী সার্কেল আনিসুজ্জামান।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফরিদপুর জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের সমর্থকদের মধ্যে শনিবার দুপুরে প্রথম দফা সংঘর্ষ বাঁধে।
দু’পক্ষের শতাধিক মানুষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে ৫/৬ জন আহত ও প্রায় ১০টি বসত-বাড়িতে ভাংচুর-লুটপাট হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এর জেরধরে রবিবার সকালে ঘোষণা দিয়েই দু’পক্ষের প্রায় ৫ শতাধিক লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময়ও ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়াসহ ইট-পাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে সংঘর্ষ চলাকালে নারী-পুরুষ সহ প্রায় ১০ ব্যক্তি আহত ও ১৫/২০ টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত বাবলু মিয়া (৪০), শিমুল মোল্যা (৩৫), বিলাশ মিয়া (২৫) ও মোর্শেদা বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মোঃ আবুল খায়ের মিয়া বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আবহাওয়া

খুরশীদ আলমকে হাইকোর্টের বিচারপতি পদ থেকে অপসারণ

দুই চেয়ারম্যানের সমর্থকদের দফায়-দফায় সংঘর্ষ: আহত ১৫

প্রকাশের সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক দুই ইউপি চেয়াম্যানের সমর্থকদের মধ্যে শেখর ও দূর্গাপুর গ্রামে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার (৫ ডিসেম্বর) ও রবিবার (৬ ডিসেম্বর) এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময় উভয়পক্ষের ২৫-৩০টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মধুখালী সার্কেল আনিসুজ্জামান।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফরিদপুর জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশের সমর্থকদের মধ্যে শনিবার দুপুরে প্রথম দফা সংঘর্ষ বাঁধে।
দু’পক্ষের শতাধিক মানুষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে ৫/৬ জন আহত ও প্রায় ১০টি বসত-বাড়িতে ভাংচুর-লুটপাট হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন : ফরিদপুরের বোয়ালমারীতে চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা
এর জেরধরে রবিবার সকালে ঘোষণা দিয়েই দু’পক্ষের প্রায় ৫ শতাধিক লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময়ও ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়াসহ ইট-পাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে সংঘর্ষ চলাকালে নারী-পুরুষ সহ প্রায় ১০ ব্যক্তি আহত ও ১৫/২০ টি বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত বাবলু মিয়া (৪০), শিমুল মোল্যা (৩৫), বিলাশ মিয়া (২৫) ও মোর্শেদা বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মোঃ আবুল খায়ের মিয়া বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।