Dhaka বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন

ফরিদপুর জেলা প্রতিনিধি :

অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর ফরিদপুর শহরের এডুকেশন জোন খ্যাত বাইতুল আমান কলেজ গেট স্টেশনে ট্রেন থেমেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল বাইতুল আমান কলেজ গেটে একটি ট্রেন থামে। পরে সেখানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষসহ এলাকায় অধ্যয়নরত ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, কনজ্যুমার ভয়েস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, ব্যবসায়ী আতিয়ার রহমানসহ এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর রেল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান।

ফরিদপুর জেলার মধ্যে এডুকেশন জোন নামে খ্যাত বাইতুল আমান এলাকা যেখানে রয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ফরিদপুর সরকারি কলেজ, ফরিদপুর সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি, জীবনের ঝুঁকি ও শিক্ষার্থীদের জন্য স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য ট্রেন থামানোর এই দাবিতে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং মানববন্ধন করেছেন।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ফরিদপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন। এ সময় ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনুর নেতৃত্বে বাইতুল আমান এলাকাবাসী ও আশেপাশে কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের এই দাবি তুলে ধরেন এবং স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজল হোসেন আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের এই দাবি যুক্তিসংগত আমরা অতি দ্রুতই বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে বাইতুল আমান কলেজ গেটে ট্রেন থামা বন্ধ হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন

প্রকাশের সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি :

অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর ফরিদপুর শহরের এডুকেশন জোন খ্যাত বাইতুল আমান কলেজ গেট স্টেশনে ট্রেন থেমেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল বাইতুল আমান কলেজ গেটে একটি ট্রেন থামে। পরে সেখানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষসহ এলাকায় অধ্যয়নরত ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, কনজ্যুমার ভয়েস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, ব্যবসায়ী আতিয়ার রহমানসহ এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর রেল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান।

ফরিদপুর জেলার মধ্যে এডুকেশন জোন নামে খ্যাত বাইতুল আমান এলাকা যেখানে রয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ফরিদপুর সরকারি কলেজ, ফরিদপুর সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি, জীবনের ঝুঁকি ও শিক্ষার্থীদের জন্য স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য ট্রেন থামানোর এই দাবিতে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং মানববন্ধন করেছেন।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ফরিদপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন। এ সময় ট্রেন থামানোর আন্দোলনের প্রধান সমন্বয়ক সৈয়দ আলাওল হোসেন তনুর নেতৃত্বে বাইতুল আমান এলাকাবাসী ও আশেপাশে কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের এই দাবি তুলে ধরেন এবং স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজল হোসেন আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের এই দাবি যুক্তিসংগত আমরা অতি দ্রুতই বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে বাইতুল আমান কলেজ গেটে ট্রেন থামা বন্ধ হয়।