আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৮ জনকে পিষে দিল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের।
বুধবার (৭ মার্চ) রাতে দিল্লির মালাই মন্দির এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হওয়া দুই জন হলেন মুন্না ও সমীর। প্রাথমিক তদন্ত করে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে, রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন ওই আট জন। তাদের সঙ্গে একটি শিশুও ছিল। আচমকাই একটি গাড়ি দ্রুতগতিতে ছুটে এসে আট জনকেই ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। তারপর রাস্তার পাশে পার্ক করা আরও দু’টি গাড়িতে ধাক্কা মারে। দু’টি দোকানেও ধাক্কা মারে গাড়িটি।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, গাড়িটির গতি অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। আট জনের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা গেলেও বাকি ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতরা সকলেই বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।