আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহতও হয়েছেন। এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেছেন, নেহরু এনক্লেভের একটি রঙের কারখানায় আগুন লাগার সংবাদ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটে পায় তারা। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আলিপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুন একটি মাদক নিরাময় কেন্দ্রসহ রঙের কারখানা সংলগ্ন আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে, সেখানে ছয়জন আটকা পড়েন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, তাদের দলের পুলিশ কনস্টেবল করমবীর একটি পাশের ভবনের ছাদে গিয়ে একটি কাঠের মই ব্যবহার করে ছয়জনকে উদ্ধার করে।
ডেপুটি পুলিশ কমিশনার রবি কর সিং বলেছেন, পুলিশ কনস্টেবল করমবীর আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন, তাকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করেছে।
তিনি জানান, কারখানাটির মালিক সোনিপাতের বাসিন্দা অখিল জৈন। জায়গার মালিক নেহরু এনক্লেভের বাসিন্দা রাজ রানি।
এনডিটিভি জানায়, রংয়ের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশে একটি বাড়িতে এবং একটি নেশা মুক্তি কেন্দ্রেও ছড়ায়। তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।
ভারতের বিভিন্ন শহরে নিয়মিত আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।