Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ১৮৭ জন দেখেছেন

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের দিল্লি থেকে ঢাকা ফিরতে পারনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে এ ক্রুটি ধরা পড়ে। জানা গেছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। ত্রুটির সমাধানে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছে উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে।

এদিকে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় এই উড়োজাহাজে ঢাকায় ফেরার জন্য ১৬০ জন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করেন। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি। পাইপের লিকেজ সারাতে সময় বেশি লাগবে, এ কারণে ঢাকা থেকে উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। ঢাকা থেকে পাঠানো উড়োজাহাজটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দিল্লি পৌঁছায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান সব সময় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়। একই সাথে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠানো হয়েছে। বিমানের প্রকৌশলীরা উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে নিয়ে আসবেন।

এরআগে ১৮ই জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে ৫ ঘণ্টার বেশি সময় পশ্চিম বঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

দিল্লিতে বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি

প্রকাশের সময় : ০১:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের দিল্লি থেকে ঢাকা ফিরতে পারনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে এ ক্রুটি ধরা পড়ে। জানা গেছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। ত্রুটির সমাধানে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছে উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে।

এদিকে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় এই উড়োজাহাজে ঢাকায় ফেরার জন্য ১৬০ জন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করেন। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি। পাইপের লিকেজ সারাতে সময় বেশি লাগবে, এ কারণে ঢাকা থেকে উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। ঢাকা থেকে পাঠানো উড়োজাহাজটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দিল্লি পৌঁছায়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান সব সময় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়। একই সাথে যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠানো হয়েছে। বিমানের প্রকৌশলীরা উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে নিয়ে আসবেন।

এরআগে ১৮ই জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে ৫ ঘণ্টার বেশি সময় পশ্চিম বঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।