আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী নয়া দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে ‘বড় ধরনের’ একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের কথা আমরা নিশ্চিত করছি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ভারত সরকারকে সহযোগিতা করছে।
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ গণমাধ্যমে জানান, তল্লাশি হয়েছে। এখনও কোনো সন্দেহজনক জিনিস খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সের কাছে বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন।
সেখানে তিনি বলেন, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দূতাবাসের কর্মীরা সবাই নিরাপদে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি পুলিশ সন্ধ্যায় ইসরায়েলি দূতাবাসের পাশে একটি বিস্ফোরণের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌঁছায়। তারা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ জানুয়ারিতে একটি ছোট বিস্ফোরণ হয় দিল্লির ইসরায়েলি দূতাবাসের সামনে। ওই বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত বা নিহত হয়নি। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।