Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনে গরম বাড়বে, কমবে রাতে

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, অন্যদিকে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। এমনটিই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কোথাও বেড়েছে, আবার কোথাও কমেছে। শুক্রবার (১০ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

শনিবার (১১ মার্চ) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে কমে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী তিনদিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া।

 

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

দিনে গরম বাড়বে, কমবে রাতে

প্রকাশের সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, অন্যদিকে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। এমনটিই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কোথাও বেড়েছে, আবার কোথাও কমেছে। শুক্রবার (১০ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

শনিবার (১১ মার্চ) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে কমে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী তিনদিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া।