Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব নিয়েছেন খুলনার মেয়র ও কাউন্সিলররা

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনা সিটি করপোরেশেন (কেসিসি) মেয়র হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে ও তৃতীয়বারের মতো দায়িত্ব দিলেন নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব নিয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১২টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সিটি মেয়র বলেন, ৪০ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আজ থেকেই কাজ শুরু করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। খুলনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু অবৈধ ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। নির্বাচনের পরে সড়কের অব্যবস্থাপনা দূরতে করতে অবৈধ যানবাহন আটক করা হবে।’

সিটি কপোরেশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও খুলনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

করপোরেশেনরে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। অনুষ্ঠানে সংসদসদস্য মো. আখতারুজ্জামান বাবু, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনার বর্ষিয়ান রাজনীতিক তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালের সিটি নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার ও চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তিনি এর আগে বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেন। পরে ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

দায়িত্ব নিয়েছেন খুলনার মেয়র ও কাউন্সিলররা

প্রকাশের সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনা সিটি করপোরেশেন (কেসিসি) মেয়র হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে ও তৃতীয়বারের মতো দায়িত্ব দিলেন নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব নিয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১২টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সিটি মেয়র বলেন, ৪০ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আজ থেকেই কাজ শুরু করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। খুলনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু অবৈধ ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। নির্বাচনের পরে সড়কের অব্যবস্থাপনা দূরতে করতে অবৈধ যানবাহন আটক করা হবে।’

সিটি কপোরেশনের কর্মকর্তারা জানান, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেন। গত ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও খুলনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

করপোরেশেনরে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। অনুষ্ঠানে সংসদসদস্য মো. আখতারুজ্জামান বাবু, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনার বর্ষিয়ান রাজনীতিক তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালের সিটি নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার ও চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তিনি এর আগে বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১১ মে পদত্যাগ করেন। পরে ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয় ১০ অক্টোবর।