Dhaka শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দামি গাড়ি উপহার পেলেন কৌশানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ২৩৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

টলিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। বাস্তব জীবনে দীর্ঘ দিন ধরে প্রেম করছেন তারা। গত মার্চ মাসে কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বনি। এবার গাড়ি উপহার পেয়ে আলোচনায় উঠে এলেন কৌশানী।

২২ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেলেন নায়িকা। বাবার কাছ থেকেই পেয়েছেন এ উপহার। সোশ্যাল মিডিয়ায় সরাসরি সেই গাড়ির ছবি পোস্ট করেননি তিনি।

তবে কৌশানী মুখার্জি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির সামনে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছেন কৌশানী। এ ছবিতে তিনি লিখেছেন, আমার বাবা আমাকে নতুন বেবি কিনে দিলেন। আর সেটাই আপনাদের দেখাচ্ছি।

বনির গাড়ি বিতর্ক অতীত, কৌশানি উপহার পেলেন ২২ লাখি এমইউভি! কার টাকায়?  দিলেন জবাব - Koushani Mukherjee got a special Gift from Father, Check out  her new Kia MUV - HT Bangla

তবে গাড়িটি কিনতে বাবার সঙ্গে একা যাননি কৌশানী। তার সঙ্গে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। কৌশানীর শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, শো রুমের কর্মকর্তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়েছেন কৌশানীর বাবা, কৌশানী ও বনি। আর এ ছবিতে লিখেছেন, আমি খুব খুশি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাবার কাছ থেকে পাওয়া কৌশানীর বিলাসবহুল গাড়ির বর্তমান মূল্য ২৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ ৭৭ হাজার টাকার বেশি)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়ল সোনার দাম

দামি গাড়ি উপহার পেলেন কৌশানি

প্রকাশের সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

টলিউডের তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। বাস্তব জীবনে দীর্ঘ দিন ধরে প্রেম করছেন তারা। গত মার্চ মাসে কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বনি। এবার গাড়ি উপহার পেয়ে আলোচনায় উঠে এলেন কৌশানী।

২২ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেলেন নায়িকা। বাবার কাছ থেকেই পেয়েছেন এ উপহার। সোশ্যাল মিডিয়ায় সরাসরি সেই গাড়ির ছবি পোস্ট করেননি তিনি।

তবে কৌশানী মুখার্জি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির সামনে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছেন কৌশানী। এ ছবিতে তিনি লিখেছেন, আমার বাবা আমাকে নতুন বেবি কিনে দিলেন। আর সেটাই আপনাদের দেখাচ্ছি।

বনির গাড়ি বিতর্ক অতীত, কৌশানি উপহার পেলেন ২২ লাখি এমইউভি! কার টাকায়?  দিলেন জবাব - Koushani Mukherjee got a special Gift from Father, Check out  her new Kia MUV - HT Bangla

তবে গাড়িটি কিনতে বাবার সঙ্গে একা যাননি কৌশানী। তার সঙ্গে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। কৌশানীর শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, শো রুমের কর্মকর্তাদের সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়েছেন কৌশানীর বাবা, কৌশানী ও বনি। আর এ ছবিতে লিখেছেন, আমি খুব খুশি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাবার কাছ থেকে পাওয়া কৌশানীর বিলাসবহুল গাড়ির বর্তমান মূল্য ২৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ ৭৭ হাজার টাকার বেশি)।