Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক কাঞ্চন (২৩)। তিনি জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে। অপরজন হলেন পিকআপের হেলপার আশরাফুল (১৯)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-২১৫৫) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো উ-১১-২০০৪) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন পিকআপের চালক ও হেলপার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দেয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়। ধামরাই থানায় এজাহার হলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি অভিযুক্ত ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক কাঞ্চন (২৩)। তিনি জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে। অপরজন হলেন পিকআপের হেলপার আশরাফুল (১৯)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-২১৫৫) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো উ-১১-২০০৪) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন পিকআপের চালক ও হেলপার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দেয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়। ধামরাই থানায় এজাহার হলে আমরা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি। এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি অভিযুক্ত ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।