Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর উপজেলার পুরনো তেল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসী গ্রামের আয়ুব খন্দকারের ছেলে ড্রাইভার রাজু আহমেদ (৩২) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেল্পার এরফান মিন্টু।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা ট্রাকের সামনের অংশ কেটে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ থানার হেফাজতে রয়েছে। তাঁরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না মানুষ, ভোগান্তিতে এলাকাবাসী

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

প্রকাশের সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর উপজেলার পুরনো তেল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসী গ্রামের আয়ুব খন্দকারের ছেলে ড্রাইভার রাজু আহমেদ (৩২) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেল্পার এরফান মিন্টু।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা ট্রাকের সামনের অংশ কেটে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ থানার হেফাজতে রয়েছে। তাঁরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।