পাবনা জেলা প্রতিনিধি :
দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা-৫ (পাবনা সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন জনগণের প্রতিনিধি হয়ে দল-মত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে পাবনাবাসীর জন্য কাজ করতে চাই।
বুধবার (২৬ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক ও চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, উন্নয়ন ও সেবা প্রত্যেক নাগরিকের অধিকার, তাই সমানভাবে সেবা পৌঁছে দেওয়াই তার অঙ্গীকার।
শিমুল বিশ্বাস পৌঁছতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। নদীর ওপারের প্রত্যন্ত অঞ্চলের এই শিশুদের কাছে এমন সাক্ষাৎ ছিল আকাঙ্ক্ষিত ও দুর্লভ এক মুহূর্ত। নেতাকে একনজর দেখতে তারা ভিড় করে চারপাশে।
আলোচনা শেষে রামানন্দপুর খাঁপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন শিমুল বিশ্বাস। এরপর তিনি স্থানীয় শিশু, নারী, প্রবীণ ও সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পাবনা জেলা প্রতিনিধি 





















