বিনোদন ডেস্ক :
টানা ২০ দিনের মতো শুটিংয়ের পর শেষ হলো ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমার ভারত অংশের শুটিং। শুটিং শেষের পর শনিবার (১৮ নভেম্বর) ঢাকায় ফিরছেন শাকিব খান। অনন্য মামুনের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা এটি। বাংলাদেশি অভিনেতা হিসেবে প্রথমবার প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করছেন শাকিব খানও। আগামীতে প্যান ইন্ডিয়ান আরও কিছু সিনেমায় দেখা যাবে তাকে, এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক।
নিজের ফেসবুকে নায়কের একটি ছবি প্রকাশ করে অনন্য মামুন লিখেছেন, দরদের শুটিং শেষে শনিবার শাকিব ভাই সাড়ে ৩টায় অবতরণ করবেন ঢাকায়।
বিমানবন্দরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে শাকিব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এটা আমার কাছে বড় পাওয়া। প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছি। এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমাহলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা।
‘দরদ’ দিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিষেক ঘটলো শাকিবের। তবে এই নায়ক জানালেন সামনে মুম্বাইয়ে আরও কিছু কাজে দেখা মিলবে তার।
এ সময় শাকিব বলেন, ‘এই অভিজ্ঞতা কেমন, বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে। অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে।’
এর আগে ভারতে শেষ দিনের শুটিং কেক কেটে উদযাপন করেন ‘দরদ’ সিনেমার পুরো ইউনিট। যেখানে উপস্থিত ছিলেন নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহান।
গত ২৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান শাকিব খান। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক, প্রযোজক ও অন্য অভিনেতা-অভিনেত্রীরা। ভারতে পৌঁছে ২৭ অক্টোবর থেকে ‘দরদ’র এর একটানা শুটিং করেন এই নায়ক। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।