রাজধানীতে নির্বিঘ্নে সাইকেল চালানোর জন্য তৈরী করা হয়েছিল বিশেষ লেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কার্যত কোনো কাজে আসছে না সেই সাইকেল লেন। উল্টো সব এলাকাতেই সাইকেলের লেন দখল হয়ে গেছে।
সাইকেল লেনের এই অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বাইসাইকেল চালানোয় উৎসাহ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে আলাদা সাইকেল লেন তৈরি করা হয়েছে। কিন্তু এসব লেনের ওপর পুলিশবক্স, অস্থায়ী দোকানপাট ও গাড়ি পার্কিং গড়ে উঠেছে।
আরও পড়ুন : জ্বালানী দূষণ যানজটে রোজ ক্ষতি ১৫৩ কোটি টাকা!
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আতিকুল ইসলাম। এতে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উল্লেখ করেছেন, যার শিরোনাম ‘কাজে লাগছে না আলাদা লেনের সুবিধা’।
ডিএনসিসি মেয়র লিখেছেন, ‘যানজটের নগরীতে সাইকেল আরোহীদের আরও উৎসাহিত করতে তৈরি করা হয়েছে এই আলাদা সাইকেল লেন। অথচ পুলিশবক্স স্থাপন, অবৈধ পার্কিং এবং নানাভাবে বেদখলের কারণে সাইকেল লেনের সুফল পাচ্ছেন না আরোহীরা। এই অবস্থা চলতে দেয়া হবে না। যেভাবে নগরবাসীকে সাথে নিয়ে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ডিএনসিসি কর্তৃপক্ষ।’
তিনি আরও লিখেছেন, ‘তবে মনে রাখা জরুরি, নগরবাসীর সচেতনতা এবং সক্রিয় প্রতিরোধই এই সমস্যার সর্বোত্তম সমাধান।’