আন্তর্জাতিক ডেস্ক :
রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া ও ধৈর্য অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাসে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পায় অনেকে। বিভিন্ন দেশে এ মাসে ইসলাম গ্রহণ করেন অনেকে। তেমনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি মসজিদে রমজানের প্রথম দিনে একসঙ্গে ১৭ তরুণ-তরুণী ইসলাম গ্রহণ করেছেন।
গত শনিবার (১ মার্চ) পবিত্র রমজানের প্রথম দিন দেশটির রাজধানী সিউলের একটি মসজিদে কালেমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেন তারা।
গত বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করে কোরিয়া মুসলিম ফেডারেশন।
কোরিয়া মুসলিম ফেডারেশন জানায়, গত ১ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম দিনে সিউল সেন্ট্রাল মসজিদে কালেমা শাহাদাত পাঠ অনুষ্ঠিত হয়। এতে ১৭ তরুণ-তরুণী মসজিদের ইমামের সঙ্গে অংশগ্রহণ করেন এবং কোরআন পাঠ করেন। এরপর তাঁরা শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
মুসলিম ফেডারেশন আরো জানায়, গত ১ ফেব্রুয়ারি তাঁরা ফেডারেশনের ইসলামবিষয়ক মৌলিক শিক্ষা কোর্স শুরু করেছিলেন। এক মাস পর কোর্সটি সম্পন্ন করে তাঁরা ইসলাম গ্রহণ করেন। এ সময়ে তাঁরা ইসলামের মৌলিক বিষয়গুলোর পাঠ গ্রহণ করেন।
ভিডিওর বর্ণনা অনুসারে, এক মাস আগে শুরু হওয়া ইসলামি আইনশাস্ত্র শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর নতুন ইসলাম ধর্ম গ্রহণকারীদের জন্য সিউল সেন্ট্রাল মসজিদে গত শনিবার ‘শাহাদা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরিয়ান মুসলিম ফেডারেশন প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী বা মুসলিম হতে আগ্রহী তাদের জন্য মাসব্যাপী একটি কোর্স পরিচালন করে। এই কোর্স সম্পন্ন করে তারা ইসলাম গ্রহণ করে থাকেন।