Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

থানা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্যারাক থেকে উপ-পরিদর্শক (এসআই) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুন্ডু। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পূজা উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন মিন্টন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন তিনি। নিয়মিত তেমন কোনো কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকত। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তাকে কোনো কাজ দিলে বলতো সে মানসিক সমস্যায় ভুগছে। নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, এসআই মিল্টনের লাশ উদ্ধারের তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম জানান, ১২ দিন আগে মিল্টন টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেছেন। বিকেলে রেস্ট নেওয়ার জন্য তিনি থানা ভবনের ছয়তলায় নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৮টা ৫০ মিনিটে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় তার লাশ দেখা যায়। এই মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, আপাতত আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আরো কিছু থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রিজ থাকলেও নেই রাস্তা, ভোগান্তি চরমে

থানা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্যারাক থেকে উপ-পরিদর্শক (এসআই) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুন্ডু। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পূজা উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন মিন্টন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন তিনি। নিয়মিত তেমন কোনো কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য।

পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকত। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তাকে কোনো কাজ দিলে বলতো সে মানসিক সমস্যায় ভুগছে। নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, এসআই মিল্টনের লাশ উদ্ধারের তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম জানান, ১২ দিন আগে মিল্টন টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেছেন। বিকেলে রেস্ট নেওয়ার জন্য তিনি থানা ভবনের ছয়তলায় নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৮টা ৫০ মিনিটে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় তার লাশ দেখা যায়। এই মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, আপাতত আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আরো কিছু থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।