স্পোর্টস ডেস্ক :
এক যুগ পরের দেখায় শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে পারল না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হেরে গেল তারা।
শুক্রবার (২৪ অক্টোবার) ব্যাংককে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচটি কোনো মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়নি। ম্যাচের পর বাফুফে ফলাফল প্রকাশ করে।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল এক যুগ পর আবার ম্যাচ খেলল। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে থাইল্যান্ড ৯-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। এক যুগ পর বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হারল।
প্রথম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় থাইল্যান্ড। ব্যবধান দ্বিগুণ করে ৫১ মিনিটে। এরপর ৮৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোল দেয় স্বাগতিক মেয়েরা।
বাংলাদেশের কোচ পিটার বাটলার ম্যাচে ৬টি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা ও মুনকি আক্তারকে বসিয়ে রিপা ও সাগরিকাকে নামান কোচ। ৭০ মিনিটে এক সাথে বদল করেন ৪ জন। ডিফেন্ডার শিউলি, শামসুন্নাহার ও আফঈদাকে বসিয়ে কোচ নামান হালিমা, জয়নব রিতা, সিনহা ও নবিরন খাতুনকে।
থাইল্যান্ড নারী এশিয়া কাপে নিয়মিত দল। এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না। ফিফার র্যাংকিংয়ে তাদের অবস্থান ৫৩। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১০৪। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ঋতুপর্ণা-আফিদাদের নারী এশিয়ান কাপ খেলা নিশ্চিত হয়। এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তারা। ২৭ অক্টোবর পরবর্তী ম্যাচ।
স্পোর্টস ডেস্ক 
























