কক্সবাজার জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় ধানের শীষের গণসংযোগ চলাকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে বাকশাল কায়েম করে রেখেছিল। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। স্বাধীনভাবে কথা বলতে পারেনি। সব অধিকার হরণ করা হয়েছিল। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার ঐতিহাসিক কবর রচিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
তিনি বলেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি- সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।
এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
কক্সবাজার জেলা প্রতিনিধি 





















