আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন। রোববার (১৪ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেলে ৫টা পর্যন্ত। এই নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আলোচনায় এসেছেন ১১২ বছরের এক বৃদ্ধা এবং বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।
জানা গেছে, ওই বৃদ্ধা তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চল গুমুশানের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। সন্তান ও নাতিদের সঙ্গে তিনি ভোট কেন্দ্রে যান।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা সত্ত্বেও ওই বৃদ্ধা কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।
অপরদিকে তুরস্কে চলমান নির্বাচনে ভোট দিলে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি। ২ দশমিক ৫১ মিটার দীর্ঘ সুলতান কোসেন মার্দিন জেলার দেরিক শহরে ভোট দিয়েছেন।
ভোট দেওয়ার পর সুলতান কোসেন বলেন, আমি আমার দেশের জন্য ভালোটা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ।
এদিকে নিজের ভোট দেওয়ার পর এরদোয়ান বলেছেন, কোনো সমসা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।
এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনে, ছয় কোটি ৪০ লাখের বেশি মানুষ দেশ-বিদেশ থেকে ভোট দেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথমবারের মতো ভোট দেবেন।
তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটাররা লাইন দেন। তুরস্কের ভোটাররা এমন এক সময়ে এই নির্বাচনে ভোট দিচ্ছেন যখন তাদের কঠিন অর্থনৈতিক অবস্থার মোকাবিলা করতে হচ্ছে।
দেশটিতে মূল্যস্ফীতি এখন লাগামছাড়া। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির হার ৪৪ শতাংশ। কিন্তু অনেক মানুষের ধারণা এটি আসলে অনেক বেশি হবে। সূত্র : আল জাজিরা।