আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুই সন্ত্রাসী। বিস্ফোরণে একজন নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ থেকে পার্লামেন্টের পুনরায় অধিবেশন শুরু হচ্ছে। এদিনই আঙ্কারায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আঙ্কারায় দুই সন্ত্রাসবাদী জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে হামলা চালায়। তাদের মধ্যে একজন বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।
তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে রবিবার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণের পরে গুলি চালানো হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, দুইজন সন্ত্রাসী হালকা একটি বাণিজ্যিক গাড়িতে করে জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির গেটের সামনে বোমা নিয়ে আসে। এদের একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে দেয়। আরেকজনকে দমন করা নিরাপত্তা সদস্যরা।
তিনি আরও জানান, ঘটনাটি ঘটেছে আঙ্কারার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে।
বিবিসি বলছে, পার্লামেন্টের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে এই বিস্ফোরণ ঘটে। হামলাকারী কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। এছাড়া কেউই এখনও হামলার দায় স্বীকার করেনি।