বলিউডে দীপিকা মানেই একটা বাড়তি উত্তেজনা। দীপিকা পাড়ুকোন কোন জায়গায় গেলে হাজার হাজার মানুষ ভিড় করে। উপচে পড়া ভিড়ে বিব্রত হোন এ নায়িকা। তাকে একনজর দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এমনকি তিনি কোন পোশাক পড়লেওন তা নিয়েও চলে জল্পনা-কল্পনা। নেটিজেনরা তখন ছেড়ে কথা বলেন না।
এবার ভরা শীতে খোলামেলা পোশাকে ডিনার ডেট করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুক্রবার মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় এভাবেই অভিনেত্রীকে দেখা যায় রণবীর সিংয়ের সঙ্গে।
জানা যায়, ওই রেস্তোরাঁয় হাজির হন অভিনেতা ইমরানের স্ত্রী অবন্তিকা মালিকও। অবন্তিকাকে দেখে উষ্ণ আলিঙ্গন করেন দীপিকা। পরিচালক শকুন বাত্রার ছবিতে দীপিকা, সিদ্ধান্ত, অনন্যাদের সঙ্গে অবন্তিকা মালিকের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যয়ানি।
এদিকে রেঁস্তারায় পরিচালক শকুন বাত্রাকেও দেখা যায়। রণবীর, দীপিকার

সঙ্গে ডিনার ডেটে হাজির হন এই পরিচালকও। প্রসঙ্গত সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডের সঙ্গে পরিচালক শকুন বাত্রার ছবিতেই স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন।