Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তায় বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা অর্থদণ্ড

সুন্দরগঞ্জ প্রতিনিধি : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে লিটন মিয়া (৩৪) নামে এক বালু ব্যবসায়ীর দশ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত লিটন মিয়া পাবনা জেলার সদর উপজেলার ইসলামগাথী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার সংলগ্ন মোশাররফের ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে দণ্ডিত ব্যক্তি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযুক্তকে ২০১০ এর ১৫(১) ধারায় ১০ লাখ টাকা জরিমিনি অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

তিস্তায় বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা অর্থদণ্ড

প্রকাশের সময় : ০১:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

সুন্দরগঞ্জ প্রতিনিধি : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে লিটন মিয়া (৩৪) নামে এক বালু ব্যবসায়ীর দশ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত লিটন মিয়া পাবনা জেলার সদর উপজেলার ইসলামগাথী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার সংলগ্ন মোশাররফের ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে দণ্ডিত ব্যক্তি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযুক্তকে ২০১০ এর ১৫(১) ধারায় ১০ লাখ টাকা জরিমিনি অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।