কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলায় খালি ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে এক শিশু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী গোসল করতে যান। রাজাপুর থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে চাপা পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 






















