নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানকে সংবর্ধনার জন্য প্রস্তুত হতে থাকা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এই আশাবাদ করেন।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, এরপর দলের। দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে। আমি আশা করছি সরকারও সেই প্রস্তুতি নিচ্ছে। তার কিছু দৃষ্টান্তও আমরা দেখতে পেরেছি। সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক।
তিনি বলেন, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
রুহুল কবির রিজভী বলেন, মানুষের উপস্থিতি হবে সামুদ্রিক ঢলের মতো, তবে সবাইকে শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ থাকতে হবে। কোনো বিশৃঙ্খলা বা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, অতীতের সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একাধিকবার দাবি করেছেন, তার আন্দোলনের ফসল হিসেবে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। কারাগার ও হাসপাতালে শারীরিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধ্য হন তিনি। এরপর একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে তার দেশে ফেরা দীর্ঘদিন বাধাগ্রস্ত করা হয়।
বিএনপি নেতারা জানান, সরকারের পক্ষ থেকে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন। দেশে পৌঁছে প্রথমেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এ সময় নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথাও জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 























