Dhaka শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। তার দাবি, ওয়ান-ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, একটি সময় দেশে কেউ শান্তিতে নিজ গৃহে বসবাস করতে পারেনি। বে-ইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ইসির নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এ কারণেই জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইঞ্জিন বিকল : চাঁদপুরে ৬ ঘণ্টা আটকে ছিল মেঘনা এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডার অংশ : রিজভী

প্রকাশের সময় : ১২:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। তার দাবি, ওয়ান-ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই কোকোর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, একটি সময় দেশে কেউ শান্তিতে নিজ গৃহে বসবাস করতে পারেনি। বে-ইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ইসির নিয়ম মেনেই প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এ কারণেই জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’