নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫- এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘তারেক রহমানের দেশে আসাটা তার (তারেক রহমানের) নিজের সিদ্ধান্ত এবং তার পরিবারের। এটা নিয়ে কিছু কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছেন। তো এটা দরকার নেই। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত তাদের। এই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই।’
তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। সুতরাং সব মিলিয়ে তারা যেটা করবেন, সেটা তাদের পারিবারিক। আর তিনি (তারেক রহমান) তো একটা স্টেটমেন্ট দিয়েছেন তাই না। তার দেশে ফেরার বিষয়ে কিছু জানা নেই। ও রকম কোনো কিছু আমাদের কালকের (স্থায়ী কমিটির বৈঠক) মিটিংয়েও আলোচনা হয়নি।’
সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমার জানা নেই। সরকার কেন বলছে, সেটা আমি বলতে পারবো না। এ বিষয়ে আমি ঠিক জানি না। সুতরাং আমি কমেন্ট করতে পারবো না সেটার ব্যাপারে। যারা বলছে, তাদের জিজ্ঞেস করলে ভালো হয়।’
এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে প্রভাব পড়বে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নয়। বিএনপি একটি জনপ্রিয় দল। মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি। বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমানের প্রতি আস্থা আছে। এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ, আগামী দিনেও প্রমাণ করবে।’
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী একা নন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে তার সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য কী করেছেন, গণতন্ত্রের জন্য কী করেছেন- এটা আজ সর্বজনস্বীকৃত। এটা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় পাওনা আর কিছু থাকে না।’
নিজস্ব প্রতিবেদক 























