Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক-জোবায়দার মামলার রায় ২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলায় আগামী ২ আগস্ট রায় ঘোষণা করবে আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলাটির যুক্তিতর্কে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান রায়ের এ তারিখ ঠিক করেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি যুক্তিতর্কে উভয় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে মর্মে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মামলার উভয় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্কসহ কোনো কার্যক্রমেই আসামি পক্ষ কোনো বক্তব্য দিতে পারেন নাই।

মামলাটিতে ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করলেন আদালত। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

এর আগে গত ১ নভেম্বর একই আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আদালত।

ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের মালিক হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় জোবায়দা ও তাঁর মায়ের বিরুদ্ধে। এর মধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

এ মামলার বৈধতা নিয়ে পৃথক তিনটি রিট করা হয়েছিল। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন। গত বছর ২৬ জুন রুল শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলার নথিপত্র ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে পাঠাতে এবং জজ আদালতে দ্রুত এ এ মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি তারেক-জোবায়দাকে ‘পলাতক’ বিবেচনা করে, তাদের অনুপস্থিতিতে কোনো আইনজীবী এ মামলা পরিচালনা করতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এরপর নিম্ন আদালতে মামলাটি আবার গতি পায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক-জোবায়দার মামলার রায় ২ আগস্ট

প্রকাশের সময় : ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলায় আগামী ২ আগস্ট রায় ঘোষণা করবে আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মামলাটির যুক্তিতর্কে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান রায়ের এ তারিখ ঠিক করেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি যুক্তিতর্কে উভয় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে মর্মে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মামলার উভয় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্কসহ কোনো কার্যক্রমেই আসামি পক্ষ কোনো বক্তব্য দিতে পারেন নাই।

মামলাটিতে ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করলেন আদালত। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

এর আগে গত ১ নভেম্বর একই আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আদালত।

ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের মালিক হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয় জোবায়দা ও তাঁর মায়ের বিরুদ্ধে। এর মধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

এ মামলার বৈধতা নিয়ে পৃথক তিনটি রিট করা হয়েছিল। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন। গত বছর ২৬ জুন রুল শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে এ মামলার নথিপত্র ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে পাঠাতে এবং জজ আদালতে দ্রুত এ এ মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি তারেক-জোবায়দাকে ‘পলাতক’ বিবেচনা করে, তাদের অনুপস্থিতিতে কোনো আইনজীবী এ মামলা পরিচালনা করতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এরপর নিম্ন আদালতে মামলাটি আবার গতি পায়।