নিজস্ব প্রতিবেদক :
তীব্র তাপপ্রবাহের কারণে শুক্রবার (২৬ এপ্রিল) নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ আয়োজনের কথা ছিল তা স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় হিট অ্যালার্টের কারণে সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শায়রুল বলেন, তাপপ্রবাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ২৬ এপ্রিল নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যৌথ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, আগামী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধমতো একটি দিন ঠিক করা হবে সমাবেশের জন্য।
উল্লেখ্য, শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এই ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরও তিন দিন বাড়ানো হয়।
 
																			 
										 নিজস্ব প্রতিবেদক
																নিজস্ব প্রতিবেদক								 






















