Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢালিউড কিংয়ের জন্মদিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সফল নায়কদের একজন শাকিব খান। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়কের ৪৪তম জন্মদিন। বিশেষ এদিনের প্রথম প্রহরে ঘরোয়া আয়োজনে জন্মদিন উৎযাপন করেছেন তিনি। জানা গেছে, তার শাকিব ভক্তদের পক্ষ থেকেও বিশেষ আয়োজন রাখা হয়েছে। আর সেখানে সন্ধ্যার পর অংশ নেবে তিনি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শাকিবিয়ানদের শুভেচ্ছাবার্তা তো আছেই।

তার প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন।

শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। অভিনয় জগতে পা রাখাটা ছিল তার জন্য অপ্রত্যাশিত। কিন্তু অভিনয়ে আসার পর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই তার অভিনয় জীবনে ভক্তদের নিরাশ করেননি।

১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে তার। ২০০৭ সাল থেকে নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মনে ঢাকাই সিনেমার ‘কিং খান’ হিসেবে রাজত্ব করছেন তিনি।

অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তার জনপ্রিয়তা এখন শুধু দেশেই আটকে নেই, অভিনয় দক্ষতা দিয়ে তিনি এখন দেশিয় ও যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ।

শাকিব খান অভিনীত সিনেমার মধ্যে অন্যতম- ফুল নেবনা অশ্রু নেব, ও প্রিয়া তুমি কোথায়, সবার উপরে প্রেম, নয়ন ভরা জল, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা, ১ টাকার বউ, সন্তান আমার অহংকার, প্রিয়া আমার প্রিয়া, আমার প্রাণের প্রিয়া, কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা, কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান, ঢাকা টু বোম্বে, ফুল এন্ড ফাইনাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, হিরো দ্য সুপারস্টার, শিকারি, রানা পাগলা, সম্রাট, বসগিরি, গলুই।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ এ সিনেমায় প্রধান চরিত্রেই দেখা যাবে শাকিবকে।

অভিনয়জীবনে সফল হলেও ব্যক্তিজীবনে শাকিব কিছুটা সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান।

উল্লেখ্য, সিনেমার ক্যারিয়ার ২৩ বছর হলেও ১৬ বছরের বেশি সময় ধরে সাফল্যের চূড়ায় অবস্থান করছেন শাকিব খান। আর বলা যায়, কিং খানের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গে। নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও! দেশের পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার সিনেমায় কাজ করে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের এই চিত্রনায়ক।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ঢালিউড কিংয়ের জন্মদিন

প্রকাশের সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

সফল নায়কদের একজন শাকিব খান। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়কের ৪৪তম জন্মদিন। বিশেষ এদিনের প্রথম প্রহরে ঘরোয়া আয়োজনে জন্মদিন উৎযাপন করেছেন তিনি। জানা গেছে, তার শাকিব ভক্তদের পক্ষ থেকেও বিশেষ আয়োজন রাখা হয়েছে। আর সেখানে সন্ধ্যার পর অংশ নেবে তিনি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শাকিবিয়ানদের শুভেচ্ছাবার্তা তো আছেই।

তার প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন।

শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। অভিনয় জগতে পা রাখাটা ছিল তার জন্য অপ্রত্যাশিত। কিন্তু অভিনয়ে আসার পর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই তার অভিনয় জীবনে ভক্তদের নিরাশ করেননি।

১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে তার। ২০০৭ সাল থেকে নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মনে ঢাকাই সিনেমার ‘কিং খান’ হিসেবে রাজত্ব করছেন তিনি।

অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তার জনপ্রিয়তা এখন শুধু দেশেই আটকে নেই, অভিনয় দক্ষতা দিয়ে তিনি এখন দেশিয় ও যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ।

শাকিব খান অভিনীত সিনেমার মধ্যে অন্যতম- ফুল নেবনা অশ্রু নেব, ও প্রিয়া তুমি কোথায়, সবার উপরে প্রেম, নয়ন ভরা জল, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা, ১ টাকার বউ, সন্তান আমার অহংকার, প্রিয়া আমার প্রিয়া, আমার প্রাণের প্রিয়া, কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা, কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান, ঢাকা টু বোম্বে, ফুল এন্ড ফাইনাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি, হিরো দ্য সুপারস্টার, শিকারি, রানা পাগলা, সম্রাট, বসগিরি, গলুই।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ এ সিনেমায় প্রধান চরিত্রেই দেখা যাবে শাকিবকে।

অভিনয়জীবনে সফল হলেও ব্যক্তিজীবনে শাকিব কিছুটা সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান।

উল্লেখ্য, সিনেমার ক্যারিয়ার ২৩ বছর হলেও ১৬ বছরের বেশি সময় ধরে সাফল্যের চূড়ায় অবস্থান করছেন শাকিব খান। আর বলা যায়, কিং খানের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গে। নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও! দেশের পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার সিনেমায় কাজ করে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের এই চিত্রনায়ক।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।