নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ভবনের সপ্তম তলার জানালা দিয়ে লাফিয়ে চতুর্থ তলার ওপর পড়ে জহিরুল ইসলাম (২৭) নামে এক রোগী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
ময়মনসিংহয়ের পাগলা উপজেলার বড়ইহাতি চকপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে জহিরুল। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।
রোগীর ভগ্নিপতি নিলয় বাবু বলেন, ‘জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতো। হঠাৎ তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে এলোমেলো কথা বলে। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে গত তিন দিন আগে তাকে ঢামেক হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সে সেখানেই চিকিৎসাধীন ছিল। তার সঙ্গে ছিলেন মা জোসনা বেগম। রাত আনুমানিক ১১টার দিকে তার মা ওয়াস রুমে যান। ওই ফাঁকে জহিরুল হাসপাতালের পেছনের দিকে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ে। বর্তমানে সে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসাধীন।
এ বিষয়ে হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. উজ্জ্বল মিয়া জানান, আশপাশের লোকজনের চিৎকারে মেডিক্যালের আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, চতুর্থ তলায় আটকে আছেন ওই ব্যক্তি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।’
বাচ্চু মিয়া বলেন, ‘ঢামেক নতুন ভবনের সপ্তম তলার জানালা দিয়ে লাফিয়ে চতুর্থ তলার ওপর পরে আহত হন জহিরুল। তিনি পা, কোমর ও মাথায় আঘাত পেয়েছে।’