Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি-সাত কলেজ ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদের এগুলো মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তবে ল’ অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।

তিনি বলেন, যদি কোনো কিছু হয় রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য ভাবে এবং দেশের জন্য কাজ করে। তারা পজিটিভ কাজই করে, নেগেটিভ কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে এক-দুটি ভুল হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

ঢাবি-সাত কলেজ ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদের এগুলো মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। তবে ল’ অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে।

তিনি বলেন, যদি কোনো কিছু হয় রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য ভাবে এবং দেশের জন্য কাজ করে। তারা পজিটিভ কাজই করে, নেগেটিভ কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে এক-দুটি ভুল হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়।