Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এই প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

সহযোগিতার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বহিরাগত ও ছাত্রলীগের সম্মিলিত সশস্ত্র বাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক মারপিট ও রক্তপাত সৃষ্টি হয়। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করে সাধারণ শিক্ষার্থীরা। একই দিনে পাঁচজন শহীদ শিক্ষার্থীর গায়েবানা জানাজা পড়াকালেও টিএসসিতে পুলিশের টিয়াশেল এবং রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

এরপর থেকে ব্যাপক ধর-পাকড় এবং শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা আসতে থাকে সামাজিকমাধ্যমজুড়ে। ১৮ তারিখ বন্ধ করে দেওয়া হয় সকল ইন্টারনেট এবং ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন। ৬ দিন পর ইন্টারনেট ফিরে এলে শিক্ষার্থীদের অন্তত আড়াই শতাধিক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহতের খবর পাওয়া যায় আরও ২৫ হাজার শিক্ষার্থীর।

এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে এবং গ্রেফতার করছে সন্দেহভাজন শিক্ষার্থীকে। মেস এবং বাসাবাড়িতে ও অভিযান পরিচালনার খবর আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে তাই এই বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৩৩০ দুস্কৃতিকারীর চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করল সিএমপি

ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান

প্রকাশের সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এই প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

সহযোগিতার আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বহিরাগত ও ছাত্রলীগের সম্মিলিত সশস্ত্র বাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক মারপিট ও রক্তপাত সৃষ্টি হয়। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করে সাধারণ শিক্ষার্থীরা। একই দিনে পাঁচজন শহীদ শিক্ষার্থীর গায়েবানা জানাজা পড়াকালেও টিএসসিতে পুলিশের টিয়াশেল এবং রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

এরপর থেকে ব্যাপক ধর-পাকড় এবং শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা আসতে থাকে সামাজিকমাধ্যমজুড়ে। ১৮ তারিখ বন্ধ করে দেওয়া হয় সকল ইন্টারনেট এবং ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন। ৬ দিন পর ইন্টারনেট ফিরে এলে শিক্ষার্থীদের অন্তত আড়াই শতাধিক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহতের খবর পাওয়া যায় আরও ২৫ হাজার শিক্ষার্থীর।

এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে এবং গ্রেফতার করছে সন্দেহভাজন শিক্ষার্থীকে। মেস এবং বাসাবাড়িতে ও অভিযান পরিচালনার খবর আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে তাই এই বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।