Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে মঞ্জুরুল ইসলাম নামে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঞ্জুরুল ইসলাম বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

সোমবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পেরেছি। এখন হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধারসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করছে।

শাহবাগ থানা পুলিশের এসআই মো. আল আমিন বলেন, হল প্রশাসন আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। পরে হল প্রশাসনকে সাথে নিয়ে তার লাশ নামানো হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, রুমটিতে আরও তিনজন ছিল। তারা সকালে বের হয়ে যায়। বিকালে রুমে এসে দেখে খালি রুমে তার লাশ ঝুলছে।

মঞ্জুর রুমমেট মো. ফরহাদ জানান, তারা যখন সকালে রুম থেকে বের হয়ে যান তখন মঞ্জু ঘুমাচ্ছিলেন। বিকাল ৫টায় আসার পর তারা লাশ ঝুলতে দেখেন। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না। তবে মঞ্জু ভাই সব সময় চুপচাপ থাকতেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ঢাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে মঞ্জুরুল ইসলাম নামে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঞ্জুরুল ইসলাম বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

সোমবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পেরেছি। এখন হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধারসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করছে।

শাহবাগ থানা পুলিশের এসআই মো. আল আমিন বলেন, হল প্রশাসন আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। পরে হল প্রশাসনকে সাথে নিয়ে তার লাশ নামানো হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, রুমটিতে আরও তিনজন ছিল। তারা সকালে বের হয়ে যায়। বিকালে রুমে এসে দেখে খালি রুমে তার লাশ ঝুলছে।

মঞ্জুর রুমমেট মো. ফরহাদ জানান, তারা যখন সকালে রুম থেকে বের হয়ে যান তখন মঞ্জু ঘুমাচ্ছিলেন। বিকাল ৫টায় আসার পর তারা লাশ ঝুলতে দেখেন। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না। তবে মঞ্জু ভাই সব সময় চুপচাপ থাকতেন।