Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

বুধবার (২৮ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরকৃত এক চিঠিতে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে প্রক্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের বরাতে চিঠিতে বলা হয়, কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

আরও বলা হয়, এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্মপদ্বতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান। সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডি সহ পদত্যাগ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

প্রকাশের সময় : ০৬:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

বুধবার (২৮ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরকৃত এক চিঠিতে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে প্রক্টর হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত ঢাবি উপাচার্যের বরাতে চিঠিতে বলা হয়, কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।

আরও বলা হয়, এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টর-এর দায়িত্ব ও কর্মপদ্বতি বিষয়ক বিধি বিধানের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান। সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডি সহ পদত্যাগ করেন।