Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন জনের স্থগিত

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা ৫ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সঙ্গে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র আপতত স্থগিত করা হয়েছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৫ আসনের প্রার্থীদের বিষয়ে এ তথ্য জানান।

ঢাকা ৫ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আছেন, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর এস এম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান।

অন্যদিকে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন জাকের পার্টির মনির মোল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির সরোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু। এই তিন প্রার্থীকে সময় দেওয়া হয়েছে।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ঢাকা-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন জনের স্থগিত

প্রকাশের সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা ৫ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সঙ্গে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র আপতত স্থগিত করা হয়েছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৫ আসনের প্রার্থীদের বিষয়ে এ তথ্য জানান।

ঢাকা ৫ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আছেন, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর এস এম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান।

অন্যদিকে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন জাকের পার্টির মনির মোল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির সরোয়ার খান, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু। এই তিন প্রার্থীকে সময় দেওয়া হয়েছে।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।