Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশ জানায়, একটি পিকআপের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঘনঘন ওভারটেক, যেখানে সেখানে গাড়ি থামানো, ট্রাফিক আইন মেনে না চলা ও চালকদের মধ্যে সচেতনতা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন হেলপারের পায়ে রড ঢুকে গুরুতর আহত হয়েছেন। ৩টি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

প্রকাশের সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশ জানায়, একটি পিকআপের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ঘনঘন ওভারটেক, যেখানে সেখানে গাড়ি থামানো, ট্রাফিক আইন মেনে না চলা ও চালকদের মধ্যে সচেতনতা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন হেলপারের পায়ে রড ঢুকে গুরুতর আহত হয়েছেন। ৩টি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।