নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) রাতে খিলগাঁও তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় ইউনুস মৃধাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন।
তিনি আরও জানান, গত একদিনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারকে আদালত চত্বর থেকে আটক করে পুলিশ।