ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
মাসকান্দা কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ রাখার ৯ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকাসহ এ অঞ্চলের অন্য অংশের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে এ ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের আলোচনার পর মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার পর বাস চলাচল শুরু হওয়ার তথ্য দিয়েছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।
এ সভার পর ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পুর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে দুপুর ১টায় নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাট চালায় দেড় শতাধিক ব্যক্তি। দেশি অস্ত্রসহ মোটরসাইকেলে করে এসে তারা হামলা চালায়। তারা বন্ধ করে দেন ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টার। এতে ভোগান্তিতে পড়েন কয়েকশ যাত্রী। যাত্রীরা অগ্রীম টিকেট করেও যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
পরে এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর বলেন, রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে চার সদস্যের কমিটি করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে।
মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করে দাবি করেন, হামলাকারীরা কাউন্টার ও ভেতরে ভাঙচুর করে। এসময় কাউন্টারে থাকা টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে।
ঢাকাগামী যাত্রী মজিবুর রহমান বলেন, অগ্রিম টিকেট করে রেখেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা ভাঙচুর করেছে। এতে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা গিয়ে সেখান থেকে বরিশাল যাব। লঞ্চের টিকেট কেনা। এখন কোনোভাবেই ঢাকা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী বাসস্ট্যান্ডের এক কর্মী বলেন, যারা ভাঙচুর করতে এসেছিল তারা আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না বলে স্লোগান দেয়। এমন স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর করে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, দুপুর ১টার দিকে মাসকান্দা কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় শ্রমিকরা বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ করে দেন। রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি, কমিটির তদন্তে প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো এখনও তারা করছে, এমন অভিযোগে অজ্ঞাতরা ভাঙচুর চালিয়েছে। তবে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের আলোচনার পর বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে এদিন দুপুর একটার দিকে নগরীর মাসকান্দায় ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায় একদল যুবক। এসময় কাউন্টারে থাকা ল্যাপটপ ও টাকা লুটপাট করা হয়। কাউন্টার ত্যাগ করার আগ মুহূর্তে সড়ক-মহাসড়কে বাস চলাচল করলে বাসে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই বাস মালিকদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। এমতাবস্থায় সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় ও ক্ষুব্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।