বরিশাল জেলা প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজায় বিআরটিসির চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসে আগুন লাগার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বিআরটিসির পুড়ে যাওয়া বাসের যাত্রীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি পরিবহনের (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) বাসটি শিকারপুর মেজর জলিল সেতুর টোল প্লাজার গেটের কাছে পৌঁছানোর সাথে সাথেই আগুন লাগে। বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। প্রায় ৩০ মিনিট ধরে বাসটি জ্বলতে থাকে। উজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।
বিআরটিসি বাসের একাধিক যাত্রী জানান, চলন্ত বাসে আগুন লাগামাত্র চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন, কিন্তু বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। যাত্রীদের অভিযোগ, কয়েকজন যাত্রী বাসের মধ্যে ধূমপান করছিলেন এবং সিগারেট জ্বালানোর কারণেই বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাসের যাত্রী রফিকুল ইসলাম বলেন, চলন্ত বাসের মধ্যে অপর এক যাত্রী সিগারেট টানছিলেন। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুনেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের মূল রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।
বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই আগুনের কুণ্ডলি উঠছে। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বাসে আগুন লাগার পর প্রায় এক ঘন্টা মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বাসে আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল জেলা প্রতিনিধি 






















