Dhaka রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক : 

এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন।

টেলিফোন আলাপে টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটির ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটিকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার অনুরোধ করেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দিল্লি থেকে ইস্যু হতো। এ নিয়ে গত বছরের ২ নভেম্বর প্রেস সচিব শফিকুল আলম জানান, অস্ট্রেলিয়া চাচ্ছে তাদের ভিসা সেন্টার নয়া দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। অভিবাসন বিষয়ে ইরেগুলার অভিবাসন নিয়ে আরও জোরদার কথা বলতে চাচ্ছে দেশটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৩:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন।

টেলিফোন আলাপে টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটির ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটিকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার অনুরোধ করেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দিল্লি থেকে ইস্যু হতো। এ নিয়ে গত বছরের ২ নভেম্বর প্রেস সচিব শফিকুল আলম জানান, অস্ট্রেলিয়া চাচ্ছে তাদের ভিসা সেন্টার নয়া দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। অভিবাসন বিষয়ে ইরেগুলার অভিবাসন নিয়ে আরও জোরদার কথা বলতে চাচ্ছে দেশটি।