স্পোর্টস ডেস্ক :
সিলেটের মাটিতে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরুর পর আগামীকাল (বুধবার) আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এদিন মাঠে থাকছেন দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়, তাকে দেখা যাবে ধারাভাষ্য বক্সে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে তামিম নিজেই এ কথা জানিয়েছেন।
সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। পাঁচদিনের এই টেস্টে অবশ্য প্রতিদিনই দেখা যাবে না তামিমকে। আপাতত প্রথমদিন ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তামিম নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে মিরপুর টেস্টে ধারাভাষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দেয়ার কথা জানান তামিম।
ওই পোস্টে তামিম লিখেছেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন আগামীকাল ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২.৪০ মিনিট থেকে ১.১০ মিনিট এবং ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।
এর আগে একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।
এ নিয়ে তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’
গত বছর বিপিএলে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। খেলা দেখে অনর্গল বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। ধারাভাষ্য শেষে সেদিন সাংবাদিকদের তিনি বলেছিলেন, পাকিস্তান সিরিজে আমাকে ধারাভাষ্য দিতে প্রস্তাব করা হয়েছিল। তখন সময় দিতে পারিনি। আজ এমনিতে বিসিবিতে এসেছিলাম একটা সভা ছিল। তারা বললেন একটু ধারাভাষ্যে আসতে। ভাবলাম চেষ্টা করে দেখি। প্রথমবার ধারাভাষ্য দিয়ে খুব ভাল লাগল। আপাতত ধারাভাষ্য নিয়ে কোন পরিকল্পনা নেই। তবে এটা নিয়ে আগামীর জন্যে এটা খুব ভালো একটা অপশন হতে পারে।
গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম। ফিটনেস জটিলতায় খেলা হয়নি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার আগের দিন জানান, বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তিনি।