Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চলছে ইট-বালির রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ব্যস্ততম সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ইট-বালির রমরমা ব্যবসা চলছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের নীরবতায় জনমনের ক্ষোভের সঞ্চার হয়েছে।

সরজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা, বাড়বকুণ্ড, কুমিরা, বারৈয়ারঢালাসহ মহাসড়েকর রস্তার উপর দুই পাশে ইট ও বালির ব্যবসা পেতে বসেছেন একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা মহাসড়কের উপর ইট-বালি রেখে ব্যবসা করার কারণে এবং এগুলো লোড-আনলোড করতে গিয়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা।

সাধারণ মানুষের দাবি, একশ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের এই অবৈধভাবে ইট-বালুর ব্যবসা কি তাদের চোখে পড়ে না?

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, রাস্তায় অবৈধভাবে বালু ও ইটের ব্যবসায়ীদেরকে অনেকবার বলা হয়েছে রাস্তা থেকে ইট-বালু সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যাবে।

সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরীর কাছে এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চলছে ইট-বালির রমরমা ব্যবসা

প্রকাশের সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ব্যস্ততম সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ইট-বালির রমরমা ব্যবসা চলছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের নীরবতায় জনমনের ক্ষোভের সঞ্চার হয়েছে।

সরজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা, বাড়বকুণ্ড, কুমিরা, বারৈয়ারঢালাসহ মহাসড়েকর রস্তার উপর দুই পাশে ইট ও বালির ব্যবসা পেতে বসেছেন একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা মহাসড়কের উপর ইট-বালি রেখে ব্যবসা করার কারণে এবং এগুলো লোড-আনলোড করতে গিয়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা।

সাধারণ মানুষের দাবি, একশ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের এই অবৈধভাবে ইট-বালুর ব্যবসা কি তাদের চোখে পড়ে না?

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, রাস্তায় অবৈধভাবে বালু ও ইটের ব্যবসায়ীদেরকে অনেকবার বলা হয়েছে রাস্তা থেকে ইট-বালু সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যাবে।

সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরীর কাছে এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।