Dhaka শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫) ও মো. তারেক (২৬) ও কুমিল্লার দাউদকান্দির একরামুল হককে (২১) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় সোনাইমুড়ীর মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩), একরামুল হক (৩৪), ফেনীর মাইনউদ্দিন (২৬), কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেবকে (২৫) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল রাতে ফেনীর দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে ইলিয়টগঞ্জে পৌঁছানোর পর কুয়াশায় দ্রুতগতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে বাসটি মহাসড়কে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে সাতজন আহত রোগী ভর্তি হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় পৌঁছালে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

প্রকাশের সময় : ১২:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

কুমিল্লা জেলা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে বাসটিতে থাকা দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫) ও মো. তারেক (২৬) ও কুমিল্লার দাউদকান্দির একরামুল হককে (২১) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় সোনাইমুড়ীর মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩), একরামুল হক (৩৪), ফেনীর মাইনউদ্দিন (২৬), কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেবকে (২৫) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল রাতে ফেনীর দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে ইলিয়টগঞ্জে পৌঁছানোর পর কুয়াশায় দ্রুতগতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে বাসটি মহাসড়কে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে সাতজন আহত রোগী ভর্তি হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় পৌঁছালে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে।