টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল। উদ্ধারকারী দলের তৎপরতায় দীর্ঘ ৯ ঘণ্টা পর দুপুর ২টার দিকে ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে।
এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়। পরে ম্যানুয়ালীভাবে লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেয়া হয়। পরে বেলা ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে ২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া এসময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো।
রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে ট্রেনটি ৪ টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল রেলস্টেশনের বেতর এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।